২২ জুন, ২০২৪
হাসপাতালে এডমিট হবার পরে ওর হাতে সেলাইন পুশ করে, ওর চোখ ঢেকে দিয়ে, ডায়পার পড়িয়ে খালি গা করে, ওর বেডে দিয়ে দেয় এবং আমাকে জানায় যে ওকে যেন নিয়মিত ব্রেস্টফিড করাতে থাকি। আমি ১.৫-২ ঘন্টা ব্যবধানে ওকে খাওয়াতাম। বাকিটা সময় সে বেডে ফটোথেরাপি নিতো। পুরোপুরি ২৪ ঘন্টা থেরাপি দেয়ার পরে ডক্টর চেক করে জানালেন যে ওর বিলিরুবিন ১৪ তে এবং আরো কয়েক ঘন্টা রাখতে হবে। ওকে যখন রিলিজ দেয়া হয়, ওর বিলিরুবিন তখন ১২ এরও নিচে।