Table of Content

নবজাতকের জন্ডিস এবং আমার বাচ্চার ফটোথেরাপি জার্নি

২২ জুন, ২০২৪

বেশ কয়েক বছর আগে, আমার নিউবর্ন বাচ্চাকে ফটোথেরাপি দিতে যেতে হয়েছিলো। ওর bilirubin বেড়ে ২০ এর উপরে চলে গিয়েছিলো। সাধারনত নতুন বাচ্চাদের এটা হয়ে থাকে। সান-বাথ করানো হলে এটা সাধারনত নিজের থেকেই কমে যায়, তবে সময় লাগে। আর কোন বাচ্চা যদি শীতকালে জন্মে, তাহলে তাদের ক্ষেত্রে অবস্থা বুঝে হাসপাতালে ফটোথেরাপি দিতে হয়।

আমার বাচ্চাকে যেহেতু দিতে হয়েছিলো, ভাবলাম আজকে সেই সময়ের কিছু সৃতিচারন করি।

আমার বাচ্চার জন্ম ২০ অক্টোবর ভোর ৪ টা ৪৫ মিনিটে। ওকে ২১ তারিখে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাবার পরে ২২ তারিখ থেকে সকাল ৮টায় আমি ওকে নিয়ে রোদে বসতাম। এইখানেও আমার জানার কিছু গ্যাপ ছিলো। জন্মের পর পরই ওকে রোদে দেয়ার ব্যাপারটা সত্যি বলতে আমার মাথায় ছিলোনা।

যাই হোক। ২৪ তারিখ বিকালের দিকে হঠাৎ করেই হামজার প্রস্রাবের সাথে লাল রঙের কিছু বের হয়েছিলো, যেটা রক্ত ছিলোনা । সেটা দেখে টেনশন হওয়াতে সেদিনই ওকে ডক্টরের কাছে নিয়ে যাই । ডক্টর ওর ডিটেইলস নিয়ে আমাকে এই বিষয়ে কিছু না বলে বললেন, বাচ্চার শরীরে একটু হলুদেটে ভাব আছে, bilirubin টা যেন একটু চেক করাই সাথে ব্লাড গ্রুপ। আমি ব্লাড টেস্ট সেদিনই করিয়েছি।

সেদিন বাচ্চার bilirubin ছিলো ২৪ যেটা থাকার কথা সর্বোচ্চ ১২, নিউবর্ণ এর জন্য

হাসপাতালে এডমিট হবার পরে ওর হাতে সেলাইন পুশ করে, ওর চোখ ঢেকে দিয়ে, ডায়পার পড়িয়ে খালি গা করে, ওর বেডে দিয়ে দেয় এবং আমাকে জানায় যে ওকে যেন নিয়মিত ব্রেস্টফিড করাতে থাকি। আমি ১.৫-২ ঘন্টা ব্যবধানে ওকে খাওয়াতাম। বাকিটা সময় সে বেডে ফটোথেরাপি নিতো। পুরোপুরি ২৪ ঘন্টা থেরাপি দেয়ার পরে ডক্টর চেক করে জানালেন যে ওর বিলিরুবিন ১৪ তে এবং আরো কয়েক ঘন্টা রাখতে হবে। ওকে যখন রিলিজ দেয়া হয়, ওর বিলিরুবিন তখন ১২ এরও নিচে।

ঔ ঘটনার প্রেক্ষিতে কিছু বিষয় সাজেশন দিচ্ছি-



বাচ্চাকে প্রথম থেকেই সকালের রোদে সান-বাথ করাবেন


রোদ দেয়ার সময় চোখ আর প্রাইভেট পার্ট ঢেকে পুরো শরিরে রোদ দিবেন।


সকালের রোদ বলতে ৭ টার সময়ে যে রোদ উঠে সেটা দিতে হয়, বারান্দায় না হলে ছাদে গিয়ে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আলট্রা ভায়োলেট রশ্নির কিছু লাইট পাওয়া যায়, সেটা ব্যবহার করা যেতে পারে। এই সম্পর্কে সবচেয়ে ভালো জানাতে পারবে ডক্টর, তাই ডক্টরের পরামর্শ নেয়া ভালো।


একটা বিষয় অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে, নিউবর্ন জন্ডিস খুবই কমন। এইটা বেশিরভাগ সময়েই ক্ষতিকর কিছুনা। ১ থেকে ২ সপ্তাহের মধ্যে নিজের থেকেই ঠিক হয়ে যায়। তবে খুব বেশি পরিমান বিলিরুবিন বাচ্চার ব্রেইনের ক্ষতি করে। তাই পরিমানটা জেনে নেয়াই ভালো।