Share
3rd November, 2022
বহুকাল হইলো আমি একবার পালামৌ প্রদেশে গিয়াছিলাম, প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্ত দুই-এক জন বন্ধুবান্ধব আমাকে পুনঃপুন অনুরোধ করিতেন, আমি তখন তাঁহাদের উপহাস করিতাম। :
শব্দ গুলো দেখে সকলেই অবাক হয়েছে, এটা বলা বাহুল্য। অনেকেই ভাবছেন, এ সব শব্দের বেশিরভাগটাই নিজে থেকে বানানো। তবে সত্যটা হলো, এর একটাও বানানো নয়। সব গুলোই বাংলা ভাষার অংশ। উৎপত্তি অনুসারে বাংলাভাষার যে শ্রেনীবিভাগ রয়েছে, সেই পাঁচটি শ্রেনী বিভাগের ফলেই জন্ম নিয়েছে এই সকল শব্দ, যার অনেকগুলোই আপনি আপনার এই পর্যন্ত জীবনে একবারও শোনেননি।
এখানে বেছে বেছে বানান ও গঠনের দিক থেকে ব্যবহার করতে কঠিন, এমন কিছু শব্দ বাছাই করা হয়েছে। এটি একই সাথে আপনার ব্যবহৃত ফন্ট কতোটা নিঁখুত এবং আপনার ষ্ট্যাইলিং কতোটুকু সঠিক হয়েছে, নির্ধারন করতে সহায়তা করবে।
- Maria, parent of two
জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষের। কিন্তু সবচেয়ে অসম্পূর্ণ হয়ে সে জন্মগ্রহণ করে। বাঘ ভালুক তার জীবনযাত্রার পনেরো- আনা মূলধন নিয়ে আসে প্রকৃতির মালখানা থেকে। জীবরঙ্গভূমিতে মানুষ এসে দেখা দেয় দুই শূন্য হাতে মুঠো বেঁধে।
Sample Table Title | Sample Table Title |
---|---|
Parameter | Value |
Parameter | value |
Parameter | value |
Your body goes through many changes during pregnancy, including hormonal changes. Some of these changes can affect your emotions and anxiety levels, which in turn might influence your dreams. Feeling anxious or stressed during your waking hours may also lead to bad dreams during pregnancy.
Dreaming during your pregnancy is quite normal, and there’s nothing to worry about if the frequency or weirdness of your dreams has increased a little. However, if you are having nightmares or think that high levels of stress and anxiety might be causing your vivid dreams, you might like to reach out to your healthcare provider for some help and reassurance..